• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

আ’লীগ নেত্রীর সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সংবাদ

আপডেটঃ : শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮

রংপুর প্রতিনিধি॥
হিন্দু বাড়িতে শ্লীলতাহানি,লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আ’লীগ নেত্রীর সংবাদ সম্মেলনের পর এবার ওই সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত চাচা আব্দুর রহিম। গতকাল শনিবার দুপুরে রংপুর সিটি প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রহিম বলেন, নগরীর ২৮ নং ওয়ার্ডের সাজাপুর গ্রামের মহিলা আ’লীগের রংপুর মহানগর কমিটির সদস্য রতœা রায়ের স্বামীর নিকট থেকে ৩ শতাংশ ৩৩ পয়েন্ট জমি ক্রয় করি। কিন্তু জমি বিক্রেতা জমি বুঝিয়ে না দিয়ে একটি কু-চক্রি মহলের ষড়যন্ত্রে বিষয়টি কে ভিন্ন খাতে নেওয়ার প্রচেষ্টা চালাচ্চে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রহিম  আরও বলেন আমি এই জমির বায়না শুত্রে  মালিক তাই আমার নিজের রক্ত  দিয়ে হলেও আমি এই জমি রক্ষা করবো । সংবাদ সম্মেলনে বিষয়ে রতœা রায় বলেন আমি অসহায় বলেই আমার বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করেছে লম্পট রহিম। আমার টাকা পয়সা যদি থাকতো তাহলে হয়তো এমন টা কেউ করতে পারত না। টাকার পয়সার কারণে অনেক বড় বড় লিডার রাই লম্পট রহিমের কাছে বিক্র হয়ে গেছে । আমি যদি ওদের কু-প্রস্তাবে রাজি হতাম তাহলে আমার সব ঠিক-ঠাক থাকতো । লম্পট রহিমের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময়ে ওই লম্পটসহ তার ভারাটিয়া সন্ত্রাসীদের সাথে নিয়ে আমার বাড়িতে এসে জোর পুর্বক  ধর্ষণের চেষ্টা করে এবং ঘরে রাখা সোনা দানাসহ  জিনিসপত্র বেড় করে নিয়ে যায় । এঘটনায় আমি কোতয়ালী থানায় মামলা করতে গেলে লম্পট রহিমের  কিছু সন্ত্রাসবাহিনী আমাকে ও আমার তিন সন্তাকে প্রাণে মেরে ফেলার হুমকী দেয় । তবুও আমি নিজের ইজ্জত রক্ষা করতে থানায়  একটি  সাধা মাঠা মামলা  দায়ের করি । যার মামলা নং ১১/১১ মামলা করার পরেও বিভিন্ন ভাবে প্রাণে মেরে ফেলার হুমকী দেয়।
তাই আমি নিরুপায় হয়ে মনবতার জীবন-যাপন করছি । রতœা যায় আরও বলেন এঘটানার যদি সমাজের কাছে ও প্রশাসনের কাছে বিচার না পাই তাহলে আমি ও আমার তিন সন্তানকে নিয়ে বিষ খেয়ে মারা যাব আর এর  দাই হবে লম্পট রহিম ও তার পরিবারের লোকজন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ