মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, জাতীয় অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। মিঠা পানিতে মাছ চাষে দেশ অনেক এগিয়েছে।
আজ শনিবার খুলনার বয়রাস্থ মৎস্য ভবন চত্ত্বরে খুলনা বিভাগীয় বঙ্গবন্ধু ফিশারিজ পরিষদের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, দেশের উন্নয়নের অংশ হিসেবে আমাদের লক্ষ্য মাছের উৎপাদন আরো বাড়ানো হয়। মাছের উৎপাদন বাড়াতে সব মৎস্য কর্মকর্তাদের স্বচ্ছতা ও সততার সঙ্গে দায়িত্ব সঠিকভাবে পালন করতে আহ্বান জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে জনগণের কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।