চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
দীর্ঘদিন ধরে শীতের কাঁপনি ভোলাহাটে বেশ জেঁকে বসেছে। দেশের সবচেয়ে উত্তরের এ উপজেলায় দেড় লাখ মানুষের বসবাস। আমগাছ আর নদী বেষ্ঠিত উপজেলায় ঠান্ডায় জনজীবন অচল হয়ে পড়েছে। কাজকর্ম করতে মাঠে-ঘাটে বের হতে পারছে না। সকালের সূর্যের দেখা কখনও পাওয়া যাচ্ছে দুপুরে আবার কখনও সারাদিনে একবারও দেখা মেলেনা। স্কুল-কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। ঠান্ডা জনিত রোগে ভূগছে শিশু ও বয়স্ক মানুষ। স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিতে গিয়ে দায়িত্বরত চিকিৎসক মেসবাহুল হক জানান, শীতজনীত রোগে প্রতিদিন আউটডোরে প্রায় ৭০/৮০জন শিশু ও বয়স্ক রুগীদের চিকিৎসা দিতে হচ্ছে। প্রতিদিন ভর্তি হচ্ছে প্রায়১০/১২জন। গরু ছাগল ঠান্ডাই মাঠে চরাতে নিয়ে যেতে পারছে না। আগুণ জেলে ঠান্ডা মেটাচ্ছেন দরিদ্র মানুষেরা। এদিকে সরকারী ভাবে ছিন্নমুল মানুষের পাশে শীতবস্ত্র দিলেও পর্যাপ্ত নই। ফলে সরকারী বেসরকারী ভাবে শীতবস্ত্র দেয়ার আহবান জানিয়েছেন উপজেলার সচেতনমহল।