মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোসোম একবার বিভক্ত হয়
মো. আসাদ-উজ্জামান (জুয়েল)
শিক্ষক
মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা
কোষ
মাতৃকোষ (Mother Cell)ঃ যে কোষ বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টি করে তাকে মাতৃকোষ বলে।
অপত্যকোষ (Daughter Cell)ঃ মাতৃকোষ বিভাজিত হয়ে যে নতুন কোষ উত্পন্ন করে তাকে অপত্য কোষ বলে।
অ্যামাইটোসিস (Amitosis) ঃ যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি দুভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বলে। ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ঈষ্ট প্রভৃতি জীবকোষে এ ধরনের কোষ বিভাজন ঘটে। প্রক্রিয়াটি নিম্নরূপ:
অ্যামাইটোসিসের শুরুতে কোষের নিউক্লিয়াসটি লম্বাটে আকার ধারণ করে।
নিউক্লিয়াসের মধ্যবর্তী অঞ্চল সংকুচিত হয় এবং পরস্পর থেকে Å বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস গঠন করে।
Åনিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে কোষের সাইটোপ্লাজমটিও মাঝ বরাবর সংকুচিত হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
Å ফলে দুটি অপত্য কোষের সৃষ্টি হয় এবং অপত্য কোষ দুটি বৃদ্ধি পেয়ে মাতৃকোষের অনুরূপ আকৃতি লাভ করে।
মাইটোসিস (Mitosis) ঃ
যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ ধারাবাহিক ভাবে বিভাজিত হয়ে সমআকৃতি ও সমগুণ সম্পন্ন দুইটি অপত্য কোষের সৃষ্টি হয় তাকে মাইটোসিস বলে।
মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোসোম একবার বিভক্ত হয় এবং সৃষ্ট অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে এবং একই গুণের অধিকারী হয় বলে এ কোষ বিভাজন কে সদৃশ্য / সমীকরণিক / ইকোয়েশনাল বিভাজন বলা হয়।
বৈশিষ্ট্য ঃ
Å মাইটোসিস জীবের দেহকোষে ঘ্টে।
Å এ প্রক্রিয়ায় ২টি অপত্য কোষ সৃষ্টি হয়।
Å নিউক্লিয়াস ও ক্রোমোসোমের বিভাজন একবার ঘটে।
Å অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে।
Å এ প্রক্রিয়ায় দেহের আয়তন বৃদ্ধি পায়।
মাইটোসিস কোথায় ঘটে?
মাইটোসিস জীবের দেহকোষে ঘটে, যথা-
১। উদ্ভিদের বর্ধনশীল অংশ যেমন- কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রুণমুকুল ও ভ্রুণমূল, বর্ধনশীল পাতা ইত্যাদি।
২। প্রাণীর দেহকোষে, ভ্রুণের পরিবর্ধনের সময়, নিম্নশ্রেণির প্রাণীর অযৌন জননের সময়।