• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় বছরের প্রধান আবাদের ইরিধান বীজতলায় পচন

আপডেটঃ : সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা অঞ্চলে চলমান বেশি মাত্রার শীত কৃষিতে ক্ষতি করছে। বছরের প্রধান আবাদের ইরি ধান ফসলের বীজতলায় পচন ধরে সবচেয়ে বেশি ক্ষতি করছে। কৃষকেরা তাদের বীজতলা ক্ষতি থেকে রক্ষায় ঔষধসহ বিভিন্ন পদ্ধতি খাটিয়েও রক্ষা করতে হিমশিম খেয়ে উঠছে। গত সপ্তাহ দেড়েকের বেশি সময় হল উল্লাপাড়া অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি মাত্রায় শীত পড়ছে। এর মধ্যে মাঝে দিন দুয়েক শীত একটু কম ছিল। এখন ভররাত পেরিয়ে মধ্য দুপুর অবধি ঘন কুয়াশা থাকছে। আবার শেষ বিকেল থেকেই কুয়াশা নামছে। সে সাথে হালকা বাতাস শীতকে আরো বাড়িয়ে দিচ্ছে। এ শীতেই ইরি ধানের বীজতলাসহ মাঠের সবজ্বি জাতীয় ফসলের বেশ ক্ষতি হচ্ছে। এবারের উল্লাপাড়া অঞ্চলে মোট ১ হাজার ৭শ ৯৭ হেক্টর পরিমাণ জমিতে বিভিন্ন জাতের ইরি ধানের বীজতলা করা হয়েছে। চলতি মাঘের মাঝামাঝি থেকেই পুরোদমে ইরি ধান আবাদে কৃষকেরা মাঠে নামবে। এদিকে চলমান শীতে ইরি ধানের বীজতলায় পচন রোগ দেখা দিতে শুরু করেছে। বিশেষ করে নাবি বীজতলার বেশি পচন দেখা দিচ্ছে। এ পচনে পুরো বীজতলা নষ্ট হয়ে যেতে বসেছে। এমন অবস্থায় কৃষককুল বেশ দিশেহারা হয়ে পড়ছে। কারণ বীজতলা ক্ষতিতে বছরের প্রধান ইরিধানের আবাদ বাধা পাবে। নাগরৌহা গ্রামের কৃষকদের মধ্যে আব্দুল করিম, জয়নাল আবেদিন জানান, এভাবে বীজতলা ক্ষতি হবে তা ভাবনায় ছিলনা। বিভিন্ন ঔষধ ব্যবহার করেও সঠিক ফল মেলাতে পারছেনা বলে জানা যায়। উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার মোঃ খিজির উদ্দিন প্রামানিক জানান, বীজতলা ক্ষতি থেকে রক্ষায় কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ, ঔষধের ব্যবহারসহ বিভিন্ন পদ্ধতির মরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলা কৃষি অফিস সুত্র আরো জানায় বীজতলা পচন থেকে রক্ষায় রাতের বেলায় পর্যাপ্ত পরিমাণ পানি জমিয়ে রাখা, ছত্রাক নাশক ঔষধ ও উপরিভাগে ইউরিয়া, জিপসাম,পটাশ সার ব্যবহার কৃষকদেরকে মাঠ পর্যায় গিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া বিকেল থেকে রোদ না হওয়া অবধি পুরো বীজতলা হালকা পলিথিনে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। উল্লাপাড়ার ব্রম্মকপালিয়, বোয়ালিয়া, সলঙ্গা এলাকার কৃষকেরা তাদের ইরি ধানের বীজতলা ক্ষতি থেকে রক্ষায় পলিথিন ব্যবহার শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ