• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন

রংপুর বিভাগের মৌ চাষ ৭৫ হাজার ১ শো ১৬ কেজি উৎপাদিত

আপডেটঃ : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮

রংপুর প্রতিনিধি॥
রংপুর বিভাগের ৫ জেলায় চলতি মৌসুমে আবাদকৃত সরিষার জমি থেকে মধু উৎপাদনের লক্ষে ৫ হাজার  ৫৫ টি মৌ বক্স স্থাপন কারা হয় । এসব জেলায় ৭৫ হাজার  ১শো ১৬  কেজি উৎপাদিত হবে।
রংপুর বিভাগের ৫  জেলায় এবারে সরিষা আবাদকৃত ৪ হাজার ২শো ৮৬ হেক্টরের বেশি জমিতে ৫ হাজার  ৫৫ টি মৌ বক্স স্থাপনের লক্ষমাত্রা নেয়া  হয়েছে । ইতিমধ্যে ৩ হাজার ১২৯টি মৌ বক্স স্থাপন করা হয়েছে ।  এরমধ্যে রংপুর জেলায় সরিষা আবাদকৃত জমিতে ৬৫টি, লালমনিরহাটে  ২০৫, কুড়িগ্রামে ২ হাজার ৪ শো ১ ও গাইবান্ধায় ৪শো ২৬ এবং নীলফামারী জেলায় ৩২টি মৌ বক্স স্থাপন করা হয়।
মৌ চাষে কৃষকদের সহায়তার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কারিগরী সহায়তা দিচ্ছে । মৌ বক্স স্থাপনের লক্ষমাত্রা অর্জিত হলে রংপুর বিভাগের ৫ জেলায় ৭৫ হাজার  ১শো ১৬  কেজিরও বেশী মধু উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। প্রতি কেজি ২শ টাকা করে বিক্রি করা হচ্ছে । ইতিমধ্যে মধু উৎপাদিত হয়েছে ২৬ হাজার  ৪শো ৩১  কেজিরও বেশী । যার আনুমানিক মূল্য  ২শ কোটি টাকার মতো হতে পারে  ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ