ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি॥
দিনাজপুরের ঘোড়াঘাটে গতকাল বুধবার অসহায়, হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরণ করেছেন দিনাজপুর- ৬ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আতাউর রহমান। তিনি ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ, ঋষিঘাট, সাতপাড়া, ওসমানপুর ও ডুগডুগীহাটে এক সফর কালে অসহায়, হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরণ করেন। এ সময় তার সফর সঙ্গী উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য নিজামুল হাসান শিশির, নবাবগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হোসনেয়ারা (বেবি), পুটিমারা ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ওয়াদুদ শাহ (উজ্জল), দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আল ইমরান তানিম প্রমুখ।