চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি ইউনিয়নের বহরম-কেরানীপাড়া এলাকায় মঙ্গলবার দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে উন্নয়ন সংস্থা সম্পুর্ণা দুঃস্থ উন্নয়ন কর্তৃপক্ষ। উন্নয়ন সংস্থার সভাপতি ফিরোজা আক্তার এ সময় স্থানীয় প্রতিবন্ধি, দুঃস্থসহ বিভিন্ন স্থরের নারী-পুরুষের মধ্যে দুই’শ শীতবস্ত্র(কম্বল)) বিতরন করেন। অন্যান্যার মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সহ-সম্পাদক শওকত আলী, কোষাধ্যক্ষ রোকনুজ্জান পলাশ, প্রচার সম্পাদক আলী হোসেন, আরিফ ইস্তিহাক, মেহেদী ইস্তিহাক আকাশ প্রমুখ। সুইডেন প্রবাসী বাংলাদেশেী মাসুদুল হক আফতাবী রেবেকে আফতাবী, খুলনার আরিফুল ইসলাম এবং সিলেটের আরিফুল ইসলামের সহযোগীতায় শীতবস্ত্র কম্বলগুলো সংগ্রহ করে দুঃস্থ শীতার্তদের মাঝে বিতরণ করা হয়।