• শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্টের বিরুদ্ধে এক হচ্ছে ইরান চীন ও রাশিয়া পালিয়ে যাওয়া হাসিনার সব ধরনের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ট্রাইব্যুনালের ভৈরব থেকে গ্রেফতার আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন তালিকায় নাম না থাকায় ফিরে আসেন কর্নেল অলি, যা বললেন জামায়াত আমির অবশেষে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট জারির উদ্যোগ আলোচিত ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার ভারতীয় নাগরিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে নয় বরং ভারতেই পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা শ্রমবাজারে ঘাটতি মেটাতে তিন লাখ বিদেশি শ্রমিকের প্রয়োজন গ্রিসে এবার আন্তর্জাতিক বাজারের পাশাপাশি ভারতীয় রুপির দাম বাংলাদেশেও কমেছে

নোবিপ্রবি প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি ২৯ জানুয়ারি

আপডেটঃ : শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

নোয়াখালী জেলা প্রতিনিধি॥
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণির শূন্য আসনে আগামী ২৯ জানুয়ারি ২০১৮ তারিখে শিক্ষার্থী ভর্তি করা হবে।
‘এ‘ ইউনিটে সাধারণ কোটায় ইতিপূর্বে যারা চয়েস ফরম জমা দিয়েছে ঐ সকল শিক্ষার্থী এবং অপেক্ষমান তালিকার মেধাক্রম ১০০২-১৫০১ পর্যন্ত এবং মুক্তিযোদ্ধা কোটার ইতিপূর্বে  যারা চয়েস ফরম জমা দিয়েছে ঐ সকল শিক্ষার্থী ও  অপেক্ষমান তালিকার মেধাক্রম ৭২- ১০১ পর্যন্ত এবং উপজাতি কোটায় ইতিপূর্বে যারা চয়েস ফরম জমা দিয়েছে ঐ সকল শিক্ষার্থী (আসন খালি থাকা সাপেক্ষে),  বি ইউনিটে সাধারণ কোটায় ইতিপূর্বে যারা চয়েস ফরম জমা দিয়েছে ঐ সকল শিক্ষার্থী এবং অপেক্ষমান তালিকার মেধাক্রম ১২০২- ১৫০১ পর্যন্ত ও মুক্তিযোদ্ধা কোটায় ইতিপূর্বে যারা চয়েস ফরম জমা দিয়েছে ঐ সকল শিক্ষার্থী (আসন খালি থাকা সাপেক্ষে), সি ইউনিটে সাধারণ কোটায় এবং মুক্তিযোদ্ধা কোটায় ইতিপূর্বে যারা চয়েস ফরম জমা দিয়েছে ঐ সকল শিক্ষার্থী এবং উপজাতি কোটায় ইতিপূর্বে যারা চয়েস ফরম জমা দিয়েছে ঐ সকল শিক্ষার্থী ও অপেক্ষমান তালিকার মেধাক্রম ১১-২১ পর্যন্ত (আসন খালি থাকা সাপেক্ষে), ডি ইউনিটে সাধারণ কোটায় (বিজ্ঞান) ও মুক্তিযোদ্ধা কোটায় (বিজ্ঞান) ইতিপূর্র্বে যারা চয়েস ফরম জমা দিয়েছে ঐ সকল শিক্ষার্থী, এবং সাধারণ কোটায় (বাণিজ্য) ও মুক্তিযোদ্ধা কোটায় (বাণিজ্য) ইতিপূর্বে  যারা চয়েস ফরম জমা দিয়েছে ঐ সকল শিক্ষার্র্থী (আসন খালি থাকা সাপেক্ষে) আগামী ২৯ জানুয়ারি ২০১৮ সকাল ৯টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে প্রয়োজনীয় কাগজপত্র, ভর্তি ও আনুষঙ্গিক ফি সহ (সিএসটিই বিভাগ: ১৪,৫০০.০০, ফলিত গণিত বিভাগ: ১৩,৩৫০.০০, পরিসংখ্যান বিভাগ ১৪,৫৫০.০০ টাকা, ওশানোগ্রাফি বিভাগ ১৭,৫৫০.০০ টাকা, ইএসডিএম বিভাগ ১৪,৬০০.০০ টাকা, বায়েকেমিস্ট্রি বিভাগ: ১৪,৫৫০.০০, বিএলডব্লিইএস বিভাগ: ১৩,৭৫০.০০, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট: ১৪,৪৫০.০০, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট: ১৪,৪৫০.০০,শিক্ষা বিভাগ ১৭,৬৫০.০০ টাকা) উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য   (ক) এ ইউনিটে ৪৮টি (সাধারণ কোটায়  সিএসটিই বিভাগ মুক্তিযোদ্ধা-০১, ফলিত গণিত বিভাগ সাধারণ কোটা -১০, মুক্তিযোদ্ধা-০৩, উপজাতি-০১, পরিসংখ্যান  বিভাগ সাধারণ কোটা -৩০, মুক্তিযোদ্ধা-০২, উপজাতি-০১) আসন খালি আছে।
(খ) বি ইউনিটে ৩৯ টি (ইএসডিএম সাধারণ কোটা ২৭,ওশানোগ্রাফি বিভাগ সাধারণ কোটা ১১, বায়োকেমিস্ট্রি বিভাগ মুক্তিযোদ্ধা-০১, আসন খালি আছে।
(গ) সি ইউনিটে ১৭ টি (বিএলডব্লিউএস বিভাগ সাধারণ কোটা-১৩, মুক্তিযোদ্ধা-০২, উপজাতি-০১, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট উপজাতি-০১) আসন খালি আছে।
(ঘ) ডি ইউনিটে মোট ১২ টি [ {( এডুকেশন বিভাগের জন্য সাধারণ কোটায় ০৭ টি (বিজ্ঞান) ও ০৩ টি (বাণিজ্য)}, এডুকেশন বিভাগের জন্য মুক্তিযোদ্ধা কোটায় ০১ টি (বিজ্ঞান) ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট জন্য মুক্তিযোদ্ধা কোটায় ০১ টি (বাণিজ্য)]  আসন খালি আছে।
ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র:
১. এসএসসি ও এইচএসসি’র মূল মার্কশিট এবং প্রত্যেকটির একটি করে সত্যায়িত কপি অবশ্যই সঙ্গে আনতে হবে ২. টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্রের (ভর্তি পরীক্ষার সময় কক্ষ পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত) কপি ৩. ইউনিট ভিত্তিক “বিষয় নির্বাচনী ফরম“ (চয়েস ফরম) অনলাইন থেকে সংগ্রহ করে তা পূরণ করে প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। ৪. পাঁচ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ৫. মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছু প্রার্থীদের পিতা-মাতার অনুকূলে সরকার কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সার্টিফিকেট এবং প্রয়োজনে দাদা-দাদী, নানা-নানীর সম্পর্কের সার্টিফিকেটের মূল কপি এবং সত্যায়িত কপি ৬। উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উপজাতি ভিত্তিক প্রত্যয়ন পত্রের মূল কপি ও সত্যায়িত কপি ৭। নাগরিকত্ব সার্টিফিকেট/জন্ম নিবন্ধন/পাসপোর্ট এর সত্যায়িত কপি এবং ৮। উপরোল্লিখিত কাগজপত্র ব্যতিত কোন ছাত্রছাত্রীকে ভর্তির অনুমতি দেয়া হবে না।
বি: দ্র: ১. ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদেরকে ২৯-৩০ জানুয়ারী ২০১৮ নির্ধারিত ফি অগ্রণী ব্যাংক লি:, নোবিপ্রবি শাখায়, অফিস চলাকালীন সময় হিসাব নম্বর: ০২০০০০৫৩২৬৫৪০ এ জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ