• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন

সড়ক দূর্ঘটনা উদ্বেগজনক ভাবে বৃদ্ধি দূর্ঘটনা প্রতিরোধে চালকদের প্রশিক্ষন

আপডেটঃ : সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি॥
ফকিরহাটে সড়ক দূর্ঘটনা উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পাওয়ায় পরিবহন সেক্টরে চালক ও হেলপারদের প্রশিক্ষন কর্মসূচী কাটাখালী হাইওয়ে থানার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কাটাখালী হাইওয়ে থানর ওসি কে এম আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হাইওয়ে পুলিশ সুপার মোঃ জাহাঙ্গির হোসেন ৪৫ জন বাস ও ট্রাকের ড্রাইভার হেলপারদের প্রশিক্ষন প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এ এস পি সার্কেল মোঃ হাফিজুর রহমান, নওয়াপাড়া থানার ওসি আতাউর রহমান, খোরনিয়া পুলিশ ফাড়ির ওসি ইমদাদ হোসেন, কাটাখালী হাইওয়ে থানা পুলিশিং কমিটির সভাতি শেখ আব্দুল মাজেদ, রূপসা বাস মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফরিদ শেখ প্রমুখ। এসময় পরিক্ষায় অংশগ্রহণকারী বাস চালক রবিউল ইসলাম, ইউনুস হোসেন ও মাইক্রোবাস চালক ওপিয়ার রহমান ওপিকে ভাল ফলা ফলের জন্য পুরস্কৃত করা হয়।
চলতি বছরের গত এক মাসে ফিডার রোর্ডে থেকে সড়ক মহাসড়ক পার হতে গিয়ে বেপরোয়া যানবাহনের ধাক্কায় খুলনা-মংলা মহাসড়কের খুজুরায় খুলনার ঝন্টু শিল (৪১), রূপসার নৈহাটি গ্রামের রাছেল(২৫), খুলনা-বাগেরহাট মহাসড়কে কাঠালতলায় পাগলা গ্রামের আবু বক্কার (৪৫), ঢাকা-মাওয়া সড়কের বিশ্বরোর্ড মোড়ে বাহিরদিয়া গ্রামের সুজন শেখ(২০) একই সড়কে মেগনিশ তলা এলাকায় খুলনার বেলাল(৩৬) মাগুরা এলাকার মালেক ৩৭) ও ঐসড়কে পালের হাটে পাগলা উত্তরপাড়া গ্রামের পিনজিরা বেগম (৬২) নিহত হয়। আর এ সকল দূর্ঘটনা ঘটেছে অধিকাংশ ক্ষেত্রে সংগোগ সড়ক থেকে মহাসড়ক পার হওয়ার সময়। কাটাখালী হাইওয়ে থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, সড়ক দূর্ঘটনা প্রতিরোধে যানবাহনের চালক ও হেলপারদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ