• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:

পণ্যের বাজার দাম ক্রমাগত কমতে থাকলে কোন পদ্ধতিতে মজুদ মূল্যায়ন যথার্থ?

আপডেটঃ : সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮

হিসাববিজ্ঞান

 

নির্মল ইন্দু সরকার

 

প্রভাষক,

 

সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা।

 

গতকালের পর

 

১৩.নিচের কোনটি পণ্য ব্যয়?

 

ক.  বিজ্ঞাপন খরচ

 

খ.  বাট্টা প্রদান

 

গ.  কলকব্জার অবচয়

 

ঘ.  আসবাবপত্রের অবচয়

 

১৪.  নিচের তথ্য অনুসারে সঠিক হবে-

 

৫০%         ৭৫%         ব্যয়ের ধরণ

 

i. ৫০,০০০                ৭৫,০০০ পরিবর্তনশীল খরচ

 

ii ৫০,০০০                ৬৫,০০০ আধ-পরিবর্তশীল খরচ

 

iii৪৮,০০০ ৪৮,০০০   স্থায়ী খরচ

 

নিচের কোনটি সঠিক?

 

ক.  i ও ii                                   খ.i ও iii

 

গ.  ii ও iii                                  ঘ. i, ii ও iii

 

১৫. দু’টি প্রকল্পের মধ্যে ত্যাগ কৃত প্রকল্পের সুবিধাকে  কোন ব্যয় বলা হয়?

 

ক.  সুযোগ ব্যয়    খ.  তুলনামূলক ব্যয়

 

গ.  নিমজ্জিত ব্যয়  ঘ.  মিশ্রব্যয়

 

১৬.  একটি উত্পাদনশীল প্রতিষ্ঠানে কত প্রকার মজুদ থাকে?

 

ক. ২ প্রকার         খ. ৩ প্রকার

 

গ. ৪ প্রকার         ঘ. ৫ প্রকার

 

১৭. কাঁচামাল গুদামে দ্রুত শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে কোন পদ্ধতিতে কাঁচামাল ইস্যু করা অধিক যুক্তি সংগত?

 

ক.  আগের মাল আগে যাবে             খ.  পরের মাল আগে যাবে

 

গ.  বর্ধিত হার পদ্ধতি                     ঘ.  ভারযুক্ত গড় পদ্ধতি

 

১৮. কাঁচামাল ইস্যু করার পদ্ধতি নির্বাচনে-

 

i. কাঁচামালের ধরণ বিবেচনা করতে হয়

 

ii. দাম হ্রাস বৃদ্ধি বিবেচনা করতে হয়

 

iii. ব্যবস্থাপনার সিদ্ধান্ত বিবেচনা করতে হয়

 

নিচের কোনটি সঠিক?

 

ক.  i                                          খ. ii

 

গ. iii                                          ঘ. i, ii ও iii

 

নিচের উদ্দীপক হতে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও।

 

কামাল ম্যানুফ্যাকচারিং কোং জানুয়ারি ২, ১০, ২০ তারিখ যথাক্রমে ২০০ একক প্রতি একক ৫.০০ টাকা, ২৪০ একক প্রতি একক ৫.৫০ টাকা ও ৩০০ একক প্রতি একক ৬.০০ টাকা করে পণ্য ক্রয় করে।

 

১৯. আগের মূল্যের মাল আগে যাবে পদ্ধতিতে ১৫ তারিখে ৮০ একক মালের ইস্যু করলে  একক প্রতি মূল্য কত হবে?

 

ক.  ৫.০০    খ. ৫.৫০

 

গ.  ৫.৫৬    ঘ.  ৬.০০

 

২০. ২৫ তারিখে ৪২০ একক পণ্য প্রতি একক ৫.৫৬ টাকা হারে ইস্যু করলে কোন পদ্ধতিতে পণ্য ইস্যু করা হবে?

 

ক.  আগের মাল আগে যাবে             খ.  পরের মাল আগে যাবে

 

গ.  বর্ধিত হার

 

ঘ.  ভারযুক্ত গড়

 

২১. পণ্যের বাজার দাম ক্রমাগত কমতে থাকলে কোন পদ্ধতিতে মজুদ মূল্যায়ন যথার্থ?

 

ক.  আগের মাল আগে যাবে

 

খ.  পরের মাল আগে যাবে

 

গ.  ভারযুক্ত গড় পদ্ধতি                  ঘ.  সরল গড় পদ্ধতি

 

২২. কোন পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময়ের পর (সাধারণত এক মাসের পর) ক্রয়কৃত মালের একক দরকে গড় করে ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ করা হয়?

 

ক.  আগের মাল আগে যাবে             খ.  পরের মাল আগে যাবে

 

গ.  ভারযুক্ত গড় পদ্ধতি                  ঘ.  পর্যায়বৃত্ত সরল গড় পদ্ধতি

 

২৩. কোন অনুপাতটির আদর্শ মান ১:১?

 

ক. চলতি অনুপাত         খ. তড়িত্ অনুপাত

 

গ. দায় পরিশোধ অনুপাত                              ঘ. মূল্য আয় অনুপাত

 

২৪. প্রতিষ্ঠানের সম্পত্তি সুষ্ট ভাবে ব্যবহার হচ্ছে কিনা তা জানার জন্য কোন অনুপাত নির্ণয় করা হয়?

 

ক.  চলতি অনুপাত

 

খ.  সম্পত্তি আবর্তন অনুপাত

 

গ.  দায় মোট সম্পত্তি অনুপাতন

 

ঘ.  সম্পত্তি আয় অনুপাত

 

২৫. নিচের কোনটি লাভজনকতা অনুপাত?

 

ক.  পরিশোধ অনুপাত

 

খ.  শেয়ার প্রতি আয় অনুপাত

 

গ.  সম্পত্তি আবর্তন অনুপাত

 

ঘ.  দায় মোট সম্পত্তি অনুপাত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ