• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:

‘আমাদের পরিবেশ’ অধ্যায়ের ‘সঠিক উত্তর চর্চা করো

আপডেটঃ : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮

সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজ তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের ‘আমাদের পরিবেশ’ বিষয়ে পরীক্ষার উপযোগী ‘সঠিক উত্তর লেখ বা টিক চিহ্ন দাও’ আলোচনা করা হলো।

 

১. শক্তির মূল উত্স কোনটি ?

 

 ক. উদ্ভিদ খ. সূর্য   গ. চাঁদ ঘ. প্রাণী

 

২. কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল ?

 

ক. আলো খ. পানি গ. খাদ্য   ঘ. বাতাস

 

৩. নিচের কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল ?

 

ক . ঘাসফড়িং— ঘাস — সাপ —ব্যাঙ

 

খ. ব্যাঙ— ঘাসফড়িং— ঘাস— সাপ

 

গ. সাপ— ঘাসফড়িং — ঘাস — ব্যাঙ

 

ঘ. ঘাস— ঘাসফড়িং — ব্যাঙ— সাপ

 

৪. কোনটি ছাড়া কোনো উদ্ভিদ ও প্রাণী বাঁচতে পারে না ?

 

ক. পাথর  খ. বায়ু   গ. পাহাড়     ঘ. বালি

 

৫. সকল প্রাণীই বায়ু থেকে গ্রহণ করে—

 

ক. নাইট্রোজেন     খ. অক্সিজেন

 

গ. হাইড্রোজেন     ঘ. হিলিয়াম

 

৬. বায়ুর কোন দুটি উপাদানের জন্য প্রধানত: উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল ?

 

ক. নাইট্রোজেন ও অক্সিজেন

 

খ. অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড

 

গ. অক্সিজেন ও হাইড্রোজেন

 

ঘ. নাইট্রোজেন ও কার্বনডাই অক্সাইড

 

৭. সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে বলে পরিবেশে—

 

ক. কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়

 

খ. কার্বন ডাই অক্সাইড কমে যায়

 

গ. কার্বন ডাই অক্সাইড স্থিতিশীল থাকে

 

ঘ. অক্সিজেন কমে যায়

 

৮. একাধিক খাদ্যশৃঙ্খল ওতোপ্রোতভাবে জড়িয়ে কোনটি তৈরি করে ?

 

ক. খাদ্য পিরামিড         খ. মানব পিরামিড

 

গ. খাদ্যজাল                ঘ. বাস্তুসংস্থান

 

৯. পরিবেশের উপাদানগুলো কয়ভাগে বিভক্ত?

 

ক. দুই    খ. তিন     গ. চার            ঘ. পাঁচ

 

১০ . নিচের কোনটি পরিবেশের জীব উপাদান?

 

ক. মাটি   খ. পানি      গ. উদ্ভিদ       ঘ. গাড়ি

 

১১. নিচের কোনটি জড় পরিবেশের উপাদান ?

 

ক. মাটি     খ. উদ্ভিদ      গ .মাছ      ঘ. পাখি

 

১২. পানিতে বাস করে কোনটি ?

 

ক. কেঁচো     খ. চিংড়ি      গ. হাঁস    ঘ. ইঁদুর

 

১৩. মাটিতে বাস করে কোনটি ?

 

ক. শাপলা  খ. কচুরি পানা  গ.মাছ    ঘ. কেঁচো

 

১৪. কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াকে কী বলে?

 

ক. খাদ্যশৃঙ্খল             খ. বাস্তুসংস্থান

 

গ. খাদ্যজাল                ঘ. সালোকসংশ্লেষণ

 

১৫. শ্বাস কার্যে উদ্ভিদ কোনটি গ্রহণ করে ?

 

ক. অক্সিজেন খ. কার্বন ডাই অক্সাইড

 

গ. নাইট্রোজেন ঘ. পানি

 

১৬. প্রাণী শ্বাসকার্যে কোনটি ত্যাগ করে ?

 

ক. কার্বন ডাই অক্সাইড

 

খ. সালফার ডাই অক্সাইড

 

গ. অক্সিজেন ঘ. নাইট্রোজেন

 

১৭. মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে কোনটি ?

 

ক. কীট পতঙ্গ খ. প্রাণীর মৃতদেহ গ. পশুর চামড়া

 

১৮. কোনটির মাধ্যমে কীটপতঙ্গ ও পাখি উদ্ভিদকে সহায়তা করে ?

 

ক. বাস্তুসংস্থান             খ. পরাগায়ন

 

গ. খাদ্যশৃঙ্খল              ঘ. খাদ্যজাল

 

১৯. নিচের কোনটি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে ?

 

ক. উদ্ভিদ খ. মানুষ গ. পাখি            ঘ. বানর

 

২০. পরিবেশে খাদ্যশৃঙ্খলের প্রাথমিক স্তরে কোনটি থাকে ?

 

ক. পাখিখ. ব্যাঙ গ. সবুজ উদ্ভিদ ঘ. ঘাস ফড়িং

 

উত্তর : ১. খ. সূর্য ২. গ. খাদ্য ৩. ঘ. ঘাস— ঘাসফড়িং — ব্যাঙ— সাপ ৪. খ. বায়ু ৫. খ. অক্সিজেন ৬. খ. অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড ৭. গ. কার্বন ডাই অক্সাইড স্থিতিশীল থাকে ৮. গ. খাদ্যজাল ৯. ক. দুই ১০. গ. উদ্ভিদ ১১. ক. মাটি ১২. খ. চিংড়ি ১৩. ঘ. কেঁচো ১৪. খ. বাস্তুসংস্থান ১৫. খ. কার্বন ডাই অক্সাইড ১৬. ক. কার্বন ডাই অক্সাইড ১৭. খ. প্রাণীর মৃতদেহ ১৮. খ. পরাগায়ন ১৯. ক. উদ্ভিদ ২০. গ. সবুজ উদ্ভিদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ