সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দিতে অবস্থিত দেশের বৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় সার উৎপাদন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পেট্রোবাংলা সেচ মৌসুমে গ্যাস সংযোগ বন্ধ রাখায় অনির্দিষ্টকালের জন্য কারখানার উৎপাদন বন্ধ করা হয়েছে। সেচ মৌসুমে সার সংকট সৃষ্টি করার পায়তারা ও যমুনা সারকারখানা বন্ধের প্রতিবাদে বুধবার সকালে কারখানা চত্তরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজের আহবায়ক ও জামালপুর জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আব্দুল মোতালেবের সভাপতিত্তে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তারাকান্দি ট্রাক ও ট্যাংকলড়ি মালিক সমিতির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম ফজলুল হক, শিক্ষা বিষয়ক গবেষক সরকার আবুল হোসেন, ট্রাক ও ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়ন তারাকান্দি নিয়ন্ত্রন শাখার সভাপতি আককাস আলী, যমুনা সারকারখানা সিবিএ শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক শাহজাহান আলী, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আল মামুন প্রমুখ।
এ সময় বক্তারা সেচ মৌসুমে গ্যাস সংযোগ বন্ধ না রাখা ও কারখানার উৎপাদন বন্ধ না রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আহব্বান জানান।