ষষ্ঠ বছরে পা রাখলো দেশের ও বাংলা ভাষার প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম বেশতো (
www.beshto.com)। বাংলায় সামাজিক যোগাযোগ ও প্রশ্ন উত্তরের এই মাধ্যমটি ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি অফিসিয়ালি যাত্রা শুরু করে। আজ বুধবার ঢাকার কাওরান বাজারে বেশতোর কার্যালয়ে কেক কেটে পঞ্চম বর্ষপূর্তি পালন করা হয়।
বিশ্বের খ্যাতনামা সব নেটওয়ার্কের জনপ্রিয়তার মধ্যেও গত পাঁচ বছরে সোশাল মিডিয়া ব্যবহারকারীদের নজর কেড়েছে বেশতো। বেশতো মাইক্রোব্লগিং ও প্রশ্নোত্তর সেবার বাড়তি রূপ নিয়ে এগিয়ে যাচ্ছে। বেশতোর প্রধান সেবা হচ্ছে প্রশ্নোত্তর যেখানে একজন ব্যবহারকারী তার অজানা বিষয়ে প্রশ্ন করতে পারে এবং কৌতূহল মেটাতে উত্তর দিতে পারে। বর্তমানে বেশতোর প্রশ্ন সংখ্যা ৭০ হাজার এবং উত্তর প্রায় ৩ লাখ।
বেশতোর আরেকটি সেবা হচ্ছে- আড্ডা যেখানে ব্যবহারকারীরা কথা, ছবি, জোকস, খবর শেয়ার করার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। বেশতোর আড্ডা সেকশনে সবমিলিয়ে প্রায় ৮ লাখের অধিক পোস্ট রয়েছে।
বেশতোর সহ প্রতিষ্ঠাতা ও বিডি জবসের সিইও এ কে এম ফাহিম মাশরুর জানান, বাংলা ভাষার এই সামাজিক মাধ্যমটি ইতিমধ্যে বেশ সাড়া জাগিয়েছে। গত ৫ বছরে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নজর কাড়তে সক্ষম হয়েছে বেশতো। এখন বেশতোর নিবন্ধনকৃত ব্যবহারকারীর সংখ্যা এক লাখের অধিক। সাইটটিতে প্রতিদিন ৩০ হাজারের মতো ভিজিটর প্রতিদিন ভিজিট করে এবং বিভিন্ন ফিচারে কন্ট্রিবিউট করে। উইকিপিডিয়ার পরে ইউজার জেনারেটেড বাংলা কনটেন্ট এর দিক থেকে বেশতো সর্ববৃহৎ প্লাটফর্ম। বর্তমানে প্রতিমাসে পাঁচ লাখেরও বেশি ব্যবহারকারী বেশতো ব্যবহার করছে।