• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন

রোবটের সঙ্গে মানুষের মোটরবাইক রেসিং

আপডেটঃ : বুধবার, ২১ মার্চ, ২০১৮

প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে মানুষের জীবনধারা সহজ হচ্ছে। আধুনিক প্রযুক্তির বিস্ময়কর এক অবদান রোবট।  কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা মানুষের নির্দেশনা অনুসরণ করে এমনভাবে কাজ করে যা দেখে যে কারো মনে হতে পারে যে রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে। রোবটকে ঠিকমতো ব্যবহার করতে পারলে তা এক সাথে কয়েক জন মানুষের কাজ করে দিতে সক্ষম। শেষ পর্যন্ত এই রোবট মানুষের বিকল্প হয়ে উঠতে পারবে কীনা সেই প্রশ্নই বারবার সামনে চলে আসছে। এই মোটোবট ঘিরে মানুষের জীবন কীভাবে প্রভাবিত হবে তা নিয়ে নানা স্তরে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে। এমনই এক পরীক্ষার মুখে পড়েছিল রোবট মোটরসাইকেল রোবোমট ২.০। আগে থেকে মেমোরি এবং সব ধরনের দিক নির্দেশনা সংযোজন করে দেয়া হয় মোটোবটে। রোবোমট এদিন মুখোমুখি হয়েছিল বিশ্ব সেরা লিজেন্ড বাইক রেসার ভ্যালেন্তিনো রোসির।

গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নাির সাক্রামেন্টো ভ্যালিতে অনুষ্ঠিত হয়ে যাওয়া ঐ প্রতিযোগিতায় ভ্যালেন্তিনোর  প্রতিদ্বন্দ্বী ছিল মোটোবট ২.০। মোটোবট ২.০ ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে বাইক চালালেও শেষ হাসি মানবজাতির মুখপাত্র ভ্যালেন্তিনোই হেসেছেন। মানুষ এবং মেশিনের এই প্রতিযোগিতায় মোটোবোট এমনভাবে চালিয়েছে দর্শকদের পক্ষে খুব কাছ থেকেও ধরা কঠিন ছিল যে এটি আসলে রোবট। জাপানের তৈরি ইয়ামাহা ওয়াইজেডএফ-এর-১ এম মোটর বাইক নিয়ে দারুণ দক্ষতার প্রমাণ দিয়েছেন। মোটোবটের নির্মাতা প্রতিষ্ঠানের বক্তব্য, এই প্রকল্প যখন শুরু হয় তখন আমাদের সামনে চ্যালেঞ্জ ছিল এটির ভারসাম্য রক্ষা করা। এরপর ৫০ ডিগ্রি পর্যন্ত মোড় ঘোরার পরীক্ষাও বেশ কঠিন ছিল। কোনো ধরনের দুর্ঘটনা ছাড়া সফলভাবে রেস সমপন্ন করার মধ্যেও মোটোবটের সাফল্য খুঁজছেন নির্মাতারা। ঘণ্টায় ৫ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত গতিতে চালিয়ে মোটোবোট প্রমাণ করেছে ভবিষ্যতে এই প্রযুক্তিকে আরো বেশি ঘষামাজা করলে যে কোনো রেসারকেই হারাতে সক্ষম হবে।-বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ