গত ১৯ মার্চ ছিল রাজধানীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট যোসেফ হাইস্কুলের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে বিদ্যালয়টি। এর মধ্যে অন্যতম ছিল জনপ্রিয় ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর সঙ্গীত পরিবেশনা।
সেন্ট জোসেফ হাইস্কুল ও কলেজ রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত একটি ক্যাথলিক মাধ্যমিক বিদ্যালয়। গত সোমবার বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে বিভিন্ন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্কুলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
ওইদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবির কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চু। সুরের মুর্ছনায় তিনি উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।