• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:২০ অপরাহ্ন

‘সাত দিন মোহাব্বাত ইন’ ছবিতে মাহিরার ফার্স্টলুক

আপডেটঃ : শনিবার, ২৪ মার্চ, ২০১৮

বলিউডের কিং খান খ্যাত শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ দিয়ে বলিউড তথা চলচ্চিত্র জগতে তাঁর প্রথম বড় মাপের পরিচয় ঘটে। এবার পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে মাহিরার অভিনীত রোমান্টিক কমেডি ড্রামা ‘সাত দিন মোহাব্বাত ইন’। ছবিতে মাহিরার বিপরীতে আছেন শেহরিয়ার মুনাওয়ার।
ছবিতে মাহিরা চরিত্রের নাম ‘নীলি’। আর এই নীলি চরিত্রটি কেমন হবে তারই একটি লুক সম্প্রতি নিজের ট্যুইটারে ভক্তদের জন্য শেয়ার করেছেন এই জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী।
ছবিতে টিপুর (শেহরিয়ার মুনাওয়ার) কাজিন এবং খুব ভালো বন্ধু নীলি। নীলি খুব আকর্ষণীয় এবং উদ্যমী এক তরুণী। যে তার স্বপ্নের রাজ্যে বসবাস করে। এটি একটি নির্ভেজাল রোমান্টিক কমেডি ছবি।
পাকিস্তানি পরিচালক জুটি মেনু গৌর আর ফারজাদ নবী’র সাথে চিত্রনাট্যে আছেন ফাসিহ বারী খান। ছবিটি ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বব্যাপী মুক্তি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ