অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সাম্প্রতিক সময়ে ব্যস্ত নাটক নিয়ে। ধারাবাহিক নাটকে খুব একটা দেখা না গেলেও একক নাটকে দেখা যায় প্রতিনিয়ত। সম্প্রতি তিনি দুটি একক নাটকের শুটিং শেষ করলেন। এই দুটি নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন আরফান নিশো। এর মধ্যে একটি হচ্ছে মিশুক মনি পরিচালিত ‘রঙিন খামে ধুলো পড়া চিঠি’, অন্যটি মুরসালিন শুভ পরিচালিত ‘আগুন’। দুটি নাটকেই মেহজাবীনকে গতানুগতিক ধারার বাইরে ভিন্ন এক চরিত্রে দেখা যাবে বলে জানিয়েছেন।
মেহজাবীন বলেন, ‘আগের চাইতে এখন আমি অনেক বেশি সচেতন। ভালো গল্প ও চরিত্র না পেলে আমি কাজ করি না। এই নাটক দুটি মৌলিক গল্পের আদলে নির্মিত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘দর্শকরা সাধারণত আমাকে শহুরে মেয়ের চরিত্রে বেশি দেখেন। আমার কাছে এমন চরিত্রের নাটকের প্রস্তাবই বেশি আসে। ইদানিং এ ধরনের চরিত্রের বাইরেও অভিনয় করছি। এ দুটি নাটকে শহরের মেয়ে নয়, অভিনেত্রী মেহজাবীনকে খুঁজে পাবেন দর্শক।’
ধারাবাহিক নাটকে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘বেশিরভাগ ধারাবাহিকে কিছু পর্ব যাওয়ার পর গল্পের ধারাবাহিকতা ধরে রাখতে পারে না। তবে ভালো ধারাবাহিকও নির্মিত হচ্ছে। যদি তেমন কাজ পাই তাহলে ভেবে দেখবো।’