গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এ সময় বাপ্পির পায়ে ও কাঁধে বেশ আঘাত লাগে। পরে তাকে স্থানীয় এক হাসপাতালে নেয়া হয়। শুক্রবার রাতে গোপালগঞ্জের কালিনী থানার গোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার গোপালগঞ্জ যাচ্ছিলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। বাপ্পিকে বহনকারী গাড়ির সামনে হঠাৎ একটি মোটরবাইক চলে আসে। এ সময় মোটরবাইকের আরোহীদের বাঁচাতে গিয়ে বাপ্পিকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে নেমে যায়। এ ঘটনায় তিনি পায়ে ও কাঁধে বেশ আঘাত পান। পরে তাঁকে দ্রুত গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে প্রয়োজনীয় পরীক্ষার পর চিকিৎসক জানান, আঘাত মোটেই গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা শেষে বাপ্পি চৌধুরীকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে বাপ্পি রাতে টুঙ্গিপাড়ায় শেখ ফজলুর রহমান মারুফের বাগানবাড়িতে ছিলেন।