সাম্প্রতিক সময়ে কারিনা কাপুরের চাইতে তার পুত্র তৈমুর বেশি আলোচিত! কথাটি শুনতে হাস্যকর মনে হলেও এটাই সত্য! আলোচনার বাইরে থাকতে কেউ চান না।
কারিনা কাপুর অভিনয়ের মধ্য দিয়ে ফের আলোচনায় আসতে চান। সেজন্য তিনি নিয়মিত প্রস্তুতি নিচ্ছে। সপ্তাহের বেশিরভাগ দিন তাকে এখন দেখা যায় মুম্বাইয়ের নম্রতা পুরোহিত ফিটনেস স্টুডিওতে।
তিনি গণমাধ্যমের সামনে না এলেও তার এক ঘনিষ্ঠ বন্ধু বলেন, ‘‘কারিনা আর ঘরে বসে থাকতে চান না। তার ভক্তদের আবারো ভালো কিছু অভিনয় উপহার দিতে চান। আর সেজন্য দীর্ঘদিন ধরে নিয়মিত পরিশ্রম করছেন কারিনা।’’ এরিমধ্যে কারিনা ব্যায়ামের বেশকিছু ছবি ইনস্টাগ্রামেও আপলোড করেছেন।