চলচ্চিত্র জগতে পা রাখার পর থেকে বিতর্ক পিছু ছাড়েনি পর্নস্টার থেকে নায়িকা হওয়া সানি লিওনের। এমনকী সন্তান দত্তক নেয়ার পরেও সোশ্যাল মিডিয়ার নিন্দা থেকে মুক্তি পাননি। এবার কার্যত সমাজের কাছে ভিক্ষা চাইলেন সানি লিওন— তার সন্তানদের যেন মায়ের পেশার জন্য নিন্দিত না হতে হয়।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে সানি বলেছেন, ‘মাত্র ২১ বছর বয়সে আমি প্রথম ঘৃণায় ভরা মেল পেয়েছিলাম। ভারতে এসে বলিউডে পা রাখার আগেও বহুবার নিন্দার শিকার হয়েছি।
কিন্তু এতো কিছু শোনার পরও নিজের কাজ নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন সানি। বাবা-মা সানির পেশা নিয়ে খুব সন্তুষ্ট না হলেও সানির কোনো অনুশোচনা নেই। কিন্তু নিজের সন্তানদের এ সব থেকে দূরে রাখতে চান সানি লিওন। নিশাকে দত্তক নেয়ার পরে সানি ও ড্যানিয়েল সারোগেসির মাধ্যমে জমজ সন্তানের মা-বাবা হয়েছেন। তাদের নাম অ্যাশার ও নোয়া।
সানি চান, তার সন্তানরা স্বাধীনতা উপভোগ করুক। সমাজের কাছে আমার আবেদন- কেউ যেন তাদের মানসিক ও শারীরিকভাবে আঘাত না করে। আমার ব্যক্তিগত ও পেশাগত জীবনের জন্য যেন আমার সন্তানদের সমাজের নিন্দার শিকার না হতে হয়, এটাই চাই আমি।