• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন

ছোটপর্দায় নূহাশ হুমায়ূনের ‘কাগজের খেলা’

আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮

নূহাশ হুমায়ূনের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্ম   প্রযোজনা করেছে স্বপ্লদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাগজ খেলা’। পহেলা বৈশাখ ছবিটি চ্যানেল আইতে দেখানো হবে রাত ৮টায়।
গল্পে  দেখা যাবে, রায়হান একদিন তার চাচাতো বোন সারিকা’র সাথে এক অদ্ভুত অরিগামি (কাগজ ভাজের শিল্প) খেলার মাঝে খুব অল্প সময়ে একে অপরকে চিনতে পারে…। এ কাগজ খেলার সূত্র ধরেই গল্প এগুতে থাকে।
১৫ মিনিটের এই চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আহনাফ রহমান, সাজবাতি, পার্থ হেফাজ শেখ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ