বলিউড হার্টথ্রব ঐশ্বরিয়া রায় বচ্চন ও অনিল কাপুর অভিনীত পরবর্তী সিনেমা ফ্যানি খান। ফ্যানি খান সিনেমার শুটিং প্রায় শেষ। কিন্তু সিনেমাটি নিয়ে দেখা দিয়েছে জটিলতা। কিন্তু পারিশ্রমিক না পাওয়ায় বাকি কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে সিনেমার সঙ্গে কাজ করা কলাকুশলীরা।
ভারতীয় গণমাধ্যম সূত্র জানায়, ‘ফ্যানি খান’ সিনেমার ক্ষেত্রে ঝামেলাটা বেধেছে টাকাপয়সা নিয়েই। কলাকুশলীর দাবি, এতদিনের কাজের জন্য যা টাকা তাঁদের পাওনা, সেটা পাননি তাঁরা। দু’টো গানের শুটিং বাকি এখনও। ১৫ এপ্রিলের মধ্যে পাওনা টাকা না পেলে নাকি ছবির কাজ করবেন না তারা।
তকে প্রযোজনা সংস্থার বক্তব্য অবশ্য অন্য। তাঁরা জানিয়েছেন, টিমের সকলকে যা টাকা দেওয়ার, সব মিটিয়ে দিয়েছেন তাঁরা। কাজ বন্ধ হয়ে গিয়েছে, কারণ কোরিওগ্রাফার পাওয়া যায়নি। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে কাজ শেষ করে ফেলা হবে।
উল্লেখ্য, চলতি বছর জুনে ফ্যানি খান সিনেমাটির মুক্তির কথা ছিল। কিন্তু এখন তা পিছিয়ে আগামী ১৩ জুলাই করা হয়েছে।