বলিউডের আলোচিত তারকা জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং চলতি বছরে বিয়ে করতে পারেন এমনটাই শোনা যাচ্ছে। এ গুঞ্জন জোরদার হচ্ছে দুই পরিবারের বার বার গোপন সাক্ষাতে। কখনও দীপিকার সঙ্গে রণবীরের মা-বোনের শপিং। আবার কখনো দীপিকার পরিবারের সঙ্গে রণবীরের নৈশভোজ। যদিও দীপিকা-রণবীর এখনো নিজে থেকে কাউকে কিছু বলেননি।
এবার খবর বেরিয়েছে ‘হবু বরের’ সঙ্গে দেখা করে মুম্বাই থেকে সোজা বেঙ্গালুরু উড়ে গিয়েছেন দীপিকা। বিয়ের জন্য বিশেষ নকশায় গহনা বানাতে জন্য বেঙ্গালুরু গিয়েছেন তিনি। কিছুদিন আগেই মা ও বোনের সঙ্গে বেঙ্গালুরুর এক গহনার দোকানে দেখা গিয়েছিল দীপিকাকে। বেঙ্গালুরুতেই দীপিকারর পরিবার থাকে। সেখানে তার যাওয়ার কারণ নাকি মা-বাবা কে সঙ্গে নিয়ে গহনার নকশা ঠিক করা।
গত তিন বছর ধরে দীপিকা একটি নামী জুয়েলারি ব্র্যান্ডের শুভেচ্ছাদূতের করছেন। সে সংস্থাই দীপিকার জন্য বিশেষ গহনা বানাবে। দুই পরিবার পক্ষ থেকে তারিখ ঠিক না করা হলেও সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই যেকোনও একদিন বসবে বিয়ের আসর।