• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন

ভোলাহাটে দুর্নীতি প্রতিরোধ কমিটির সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেটঃ : বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের আয়োজনে শিক্ষক ও ছাত্রছাত্রীদের নিয়ে মতবিনিময় সভা বৃহস্পতিবার সাড়ে ১০টায় আদাতলা উচ্চ বিদ্যালয় মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। এলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি মহিবুল হকের  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের সহসভাপতি আলহাজ্ব হাসান আলী মাষ্টার। বিশেষ অতিথি ছিলেন, উদুপ্রক ও সততা সংঘের সহসভাপতি আলহাজ্ব নৈমুদ্দিন আহমেদ, সদস্য আলহাজ্ব ইখতিয়ার উদ্দিন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোরশালীন হক ও ফাইজুদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল বারী, উদূপ্রক ও সততা সংঘের সদস্য সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম শরীফ। ‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এ শ্লোগানকে কেন্দ্র করে মতবিনিময় সভায় স্বাগত দুর্নীতি প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোকপাত করে বক্তব্য রাখেন, উদুপ্রক ও সততা সংঘের সদস্য সচিব মাওলানা আব্দুল কাদির। বিদ্যালয় সহকারী শিক্ষক আবু মোত্তালেবের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক একরামুল হক, আজিজুল হক, ছাত্রদের মধ্যে সোহেল রানা, ও ছাত্রীদের মধ্যে সুমাইয়া খাতুনসহ অন্যরা। মতবিনিময় সভা শেষে প্রধান, বিশেষ অতিথি ও সভায় উপস্থিত সকলেই উদুপ্রক ও সততা সংঘের শপথ বাক্য পাঠ ও মোনাজাত করা হয়।

ছবিক্যাপশন-ভোলাহাটে দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের আয়োজনে শিক্ষক ও ছাত্রছাত্রীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের সহসভাপতি আলহাজ্ব হাসান আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ