ভাগ্যবান হলে আপনিও পেতে পারেন একটি দামি স্মার্টফোন। আর এই সুযোগটি করে দিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন।
ওপ্পোর নতুন স্মার্টফোন ‘ওপ্পো এফ৯ প্রো’। এটির দাম ২৩ হাজার ৯৯০ টাকা। এই ফোনই বিনামূল্যে পাওয়া যাবে।
‘বিগ গেম, বিগ ক্যাশব্যাক’ অফারে রয়েছে এমন অফার। তবে এই অফারটি এখন ভারতীয় নাগরিকদের জন্য চালু করা হয়েছে। বাংলাদেশে এটি কবে আসবে তা এখনো বলা হয়নি।
এই প্রতিযোগিতায় অংশ নিতে হলে ১৫ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে অ্যামাজন থেকে কিনতে হবে ওপ্পোর স্মার্টফোনটি। তারপর ওপ্পোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটি ফর্ম পূরণ করতে হবে। সেখান থেকে বেছে নেওয়া হবে বিজয়ীদের। তবে যারা সুযোগ পাবেন না, তারা ফোনটি পাবেন ২১,৮০০ টাকায়। অনলাইন ছাড়া এই অফার পাওয়া যাবে না।