• বুধবার, ০১ মে ২০২৪, ১১:২২ অপরাহ্ন

৩ দফা দাবীতে অনিদিস্টকালের কর্মবিরতিতে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির

আপডেটঃ : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮

শ্রীমঙ্গল প্রতিনিধি॥

‘‘চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকুরী চাই’’ এই শ্লোগান নিয়ে এবং ৩দফা দাবীতে অনিদিস্টকালের কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ মিটার রিডার কাম-মেসেঞ্জার ঐক্য পরিষদ। গতকাল মঙ্গলবার সকাল থেকে শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সম্মুখে ওই সমিতিতে কর্মরত মিটার, রিডার ও মেসেঞ্জাররা এ অনিদিস্টকালের কর্মবিরতি পালন করছে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনরীর একজন মনিরুল ইসলাম জানান, তাদের ৩ দফা দাবীর মধ্যে রয়েছে চাকুরী নিয়মিত করণ, চাকুরীচ্যুদের পুণ:বহাল এবং অতিরিক্তি কাজের চাপ কমানো এই তিন দফা দাবী তাদের।
তারা আরো জানান, দিন দিন তাদের উপর কর্তৃপক্ষ অতিরিক্তি কাজের চাপ বাড়িয়ে দিচ্ছেন। সে তুলনায় তাদের মজুরী প্রদান করছেন না। দিন রাত যে কোন অবস্থায় তাদের নির্দেশ পালন করতে হয়। তাই কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে দেশব্যাপী অন্যান পিবিএ´ এ তাদের আন্দোলন শুরু হয়েছে।
আন্দোলনকারীরা আরো জানান এর আগে তাদের দাবীর পক্ষে কর্তৃপক্ষসহ বিভিন্ন দপ্তরে স্মারক লিপি প্রদান করেছেন। দাবী আদায় না হওয়ায় তাই অনিদিস্টকালের জন্য কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ