• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:৫১ অপরাহ্ন

ভালুকায় জবরদখল হওয়া সাত একর বনভূমি উদ্ধার করে বনায়ণ

আপডেটঃ : বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি মৌজার আমতলী এলাকায় ১৫৪নং দাগে বন বিভাগের জবরদখল হওয়া প্রায় ৭ কোটি টাকা মূল্যের ৭ একর ভূমি উদ্ধার করে তাতে গতকাল মঙ্গলবার থেকে গাছের চারা রোপণ করছে স্থানীয় বন বিভাগ।
ভালুকা রেঞ্জ কর্মকর্তা আবু তাহেরের নেতৃত্বে অভিযানে অংশ নেয় হাজীরবাজার ক্যাম্প ইনচার্জ মুস্তাফিজুর রহমান, বনপ্রহরী আরমান হোসেন, মিজানুর রহমান, আবু তালেব মন্ডল, মুহাম্মদ আলী জিন্নাহ, মাহাতাব হোসেন সহ হবিরবাড়ি বিটের বনপ্রহরীগণ।
বন বিভাগ সূত্রে জানা গেছে, হবিরবাড়ি মৌজার ১৫৪নং দাগে বন বিভাগের ওই জমি দীর্ঘদিন যাবৎ একটি ভূমিদস্যুচক্র জবরদখল করে রেখেছিল। যার বর্তমান আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা। পরে তাতে সরকারি বনায়ন কর্মসূচির অংশ হিসেবে আকাশমনি, তেতুল, পিতরাজ, মেহগনি, জলপাইসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ