• শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন

আইয়ুব বাচ্ছুর মৃত্যুতে চট্টগ্রামে ভক্তদের মাঝে শোকের ছায়া

আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮

চট্টগ্রাম প্রতিনিধি॥
বাংলাব্যান্ড সংগীতের কিংবদন্তী আইয়ুব বাচ্চু কি সত্যিই চলে গেলেন? নাকি কোনো গুজব? খবরটা শুনে চট্টগ্রামের ভক্তদের প্রথম প্রতিক্রিয়াই ছিল এমন। তবে যখন সময় গড়িয়ে টিভি খুলে বসেছিলেন, আর কেউবা বিভিন্ন অনলাইন মিডিয়ায় খুঁজেছেন সংবাদটি। তখনেই সবার জানা হয়ে গেল আইয়ুব বাচ্ছু আর নেই।
হ্যাঁ, সত্যি সত্যি চলে গেলেন কিংবদন্তির শিল্পী ‘এবি’ খ্যাত আইয়ুব বাচ্চু। তার মৃত্যুতে সারা দেশের মতো নিজ জন্মভুমি চট্টগ্রামেও চলছে ভক্তদের শোকের মাতম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গড়ে ওঠা চট্টগ্রামের জনপ্রিয় ব্যান্ডদল তীরন্দাজের প্রতিষ্ঠাতা শাহেদ অনেকটা বাকরুদ্ধ কণ্ঠে বলেন, আমাদের মতো শত তরুণ বাচ্চু ভাইয়ের গানে ভক্ত হয়ে ব্যান্ডদলে আসা। সেই ভাইটি নেই, মানতে পারছি না। বাংলাদেশ এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো।
চবি’র বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি হেলাল উদ্দিন বলেন, বাচ্চু ভাইকে চিনেছি তার গানের মাধ্যমে। সত্যি তিনি চলে যাওয়ায় বিরাট শূন্যতা অনুভব হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ফাহিম হাসান বলেন, আইয়ুব বাচ্চু ভাই না ফেরার দেশে চলে গেছেন, প্রথমে ফেসবুকে খবরটা শুনে বিশ্বাস হয়নি। পরে টিভি ও বিভিন্ন অনলাইন মিডিয়ায় খবরটি আসার পরই বিশ্বাস হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ