রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় ধরা এক ইলিশের দাম সাড়ে ছয় হাজার টাকা হাঁকা হচ্ছে বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের পূর্বে পদ্মা নদীর চর করনেশন কলাবাগান এলাকায় মমিন হাওলাদারের জালে অন্য মাছের সাথে ইলিশটি ধরা পড়ে। যার ওজন প্রায় দুই কেজি।
স্থানীয় মাছ ব্যবসায়ী চাঁন্দু মোল্লা জানান, ‘জেলে মনিনের জালে ওই ইলিশটি আটক হওয়ার পর দৌলতদিয়া রওশনের আড়তে এনে ইলিশটির ডাক ওঠানো হয়। ওই ডাকে আমি অংশ নিয়ে তিন হাজার ২০০ টাকা কেজি দরে কিনেছি। কেনা দামের চেয়ে কিছু বেমি দাম পেলে ইলিশটি বিক্রি করে দেব। অনলাইনে ছবি ও ভিডিও দেখে ইলিশটি ক্রয়ের জন্য বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে।’
গত শনিবার দৌলতদিয়া ঘাটে দুটি ইলিশ বিক্রি হয়েছে ১৭ হাজার ২০০ টাকায়। ইলিশ দুটির ওজন প্রায় চার কেজি ছিল