বৃষ্টির কারণে ঢেকে রাখা হয়েছে চট্টগ্রামের সাগরিকার পিচ।
আরও একটি সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের। দ্বিতীয় টি-টোয়েন্টি টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং।
এদিকে টসের পরপরই ঝুম বৃষ্টি নেমেছে চট্টগ্রামে। ফলে নির্ধারিত সময়ে ম্যাচটি শুরু হওয়া নিয়ে তৈরি হয়েছে প্রবল অনিশ্চয়তা। দুই অধিনায়ক ড্রেসিংরুমে ফেরার পরপরই কাভারে ঢেকে দেওয়া হয়েছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পিচ।