জমজমাট ব্যবসা হবে ঈদের আগে, তাই লাখ লাখ টাকার মালামাল উঠিয়েছেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা। কিন্তু আজ সকালের আগুনে তাদের সব আশা-আকাঙ্ক্ষা পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার খবর শুনে ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে আসছেন। কিন্তু কোনো মালামালই দোকান থেকে বের করতে পারেন নই। শুধু চিৎকার করে কান্নকাটি করছেন।
আবু জাফর নামে এক ব্যবসায়ী জানান, বঙ্গবাজারে তার দু’টি দোকান আছে। ২৪ বছর ধরে সেখানে ব্যবসা করছেন। ঈদের আগে দোকানে ৪০ লাখ টাকার মালামাল তুলেছিলেন।
কাঁদতে কাঁদতে বললেন, ‘আমার সব শেষ হয়ে গেছে।’