জামালপুরের মেলান্দহর মালঞ্চ এলাকায় পিকআপ ও ট্রাকের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার ভোরে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মালঞ্চ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের কাজ চলছে।
মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
তিনি আরও জানান, মরদেহগুলো উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া ট্রাক ও পিকআপ পুলিশের হেফাজতে রাখা হয়েছে।