• শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

প্রশ্নের উত্তর না দিয়েই সম্মেলন কক্ষ ছাড়লেন সালাউদ্দিন : (বাফুফে)

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

আর্থিক অসঙ্গতি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দেওয়া ফিফার নিষেধাজ্ঞা ও জরিমানা ঘোষণার পর থেকে মুখে কুলুপ আঁটেন সভাপতি কাজী সালাউদ্দিন। সে কারণে আজ (১৫ এপ্রিল) সকাল থেকেই সালাউদ্দিনের সাক্ষাৎ পেতে অপেক্ষা করতে থাকে দেশের সংবাদমাধ্যমগুলো। পরবর্তীতে তিনি এলেন ঠিকই, কিন্তু সব প্রশ্নের উত্তর না দিয়েই তিনি সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান।

শনিবার দুপুর গড়িয়ে যখন শেষ বিকেলের দিকে বেলা গড়াচ্ছিল তখন বাফুফে ভবনে উপস্থিত হন সালাউদ্দিন। কয়েকজন বাফুফে সদস্যের সঙ্গে আলোচনা করে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হন।

শুরুতেই সালাউদ্দিন বলেন, ‘একটা দুঃসংবাদের জন্য কারণে আমরা সবাই একত্রিত হয়েছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সেক্রেটারি নিষিদ্ধ হয়েছেন। আপনারা যেমন খবরটি গতকাল পেয়েছেন, একই সময়ে আমিও জেনেছি। গতকাল কিছু ডকুমেন্ট পড়েছি, এখনও পুরো শেষ করতে পারিনি। যেহেতু সাসপেন্ড করেছে, এই ব্যাপারে যা করা দরকার আমরা করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ