• রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন

পেঁয়াজের দাম বেড়ে কেজিপ্রতি ৭০ টাকা

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৩ মে, ২০২৩

রাজধানীর খুচরা বাজারে কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম। রাজধানীর কাওরান বাজার, লালবাগ, পলাশী, নিউমার্কেট বাজারে শনিবার প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকা দরে। যা এক মাস আগেও ছিল মাত্র ৩৫ থেকে ৪০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় হঠাৎ করে আবার পেঁয়াজের দাম বেড়েছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক মাসের ব্যবধানে প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম ৬৬ শতাংশ বেড়ে ৬০-৬৫ টাকা এবং রসুনের দাম ৭৬ শতাংশ বেড়ে ১৪০-১৬০ টাকায় পৌঁছেছে।

কাওরান বাজারের ব্যবসায়ী মোহাম্মদ বাদশা বলেন, “ঈদের আগে ৪০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করতাম, এখন বিক্রি করছি ৭০ টাকায়। পাইকারি কিনতে হচ্ছে ৬৫ টাকা কেজি।”

চলতি মাসের শুরুতেই পেঁয়াজের দাম বাড়তে থাকে। প্রথম দফায় কেজিতে ১৫ টাকার মতো বেড়ে ৬০ টাকা হয়। শুক্রবার (১২ মে) পর্যন্ত এ দামেই রাজধানীর বেশিরভাগ বাজারগুলোতে পেঁয়াজ বিক্রি হয়। তবে শনিবার থেকে খুচরা বাজারে প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

খুচরা বাজারের পাশাপাশি পাইকারিতেও পেঁয়াজের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। কিছুদিন আগে ৩৬-৪০ টাকা কেজিতে বিক্রি হওয়া পেঁয়াজ এখন পাইকারিতে ৬০-৬২ টাকা কেজি বিক্রি হচ্ছে।

পেঁয়াজের এমন দাম বাড়ার কারণে অস্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। তারা বলছেন, বাজারে সবকিছুর দাম বাড়ছে। কোনোকিছুতে নিয়ন্ত্রণ নেই। শুধু পেঁয়াজ নয়, চাল-ডাল, তেল-চিনি সবকিছুর অস্বাভাবিক দাম। ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছুদিন আগেও পেঁয়াজের কেজি ৪০-৪৫ টাকা কিনেছি। এখন পাইকারি বাজারেই ৬২ টাকার নিচে পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। মহল্লার ব্যবসায়ীরা ৭০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছেন।

বৃহস্পতিবার (১১ মে) বাজারে পেঁয়াজের দাম বাড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দাম যদি এভাবে বাড়তে থাকে তাহলে ভারত থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ