আর্থিক সংকটে যখন ক্লাবের দুরাবস্থা, তখন বার্সেলোনার কোচ হয়ে এসেছিলেন জাভি হার্নান্দেজ। তার কোচিংয়ে অল্প সময়েই ঘুরে দাঁড়িয়েছে দলটি। জিতেছে স্প্যানিশ সুপার কাপ। সদ্য তারা মাথায় তুলেছে লা লিগার মুকুটও। তবুও একটি আক্ষেপ জাভিকে পোড়াচ্ছে। চ্যাম্পিয়নস লিগে যে তার শিষ্য প্রত্যাশা মেটাতে পারেনি।
তিন মৌসুম পর ফের লিগ শিরোপা জয়ের পর শনিবার চ্যাম্পিয়নের বেশে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলতে নামবে তারা। তার আগে সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘এই মৌসুমের পারফরম্যান্স ও সাফল্যের বিচারে আমি দলকে ‘বি’ দেব। আমরা ইউরোপে প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি এবং কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি লেগে ভালো করতে পারিনি।
তিনি যোগ করেন, ‘আগামী মৌসুমে আমরা চ্যাম্পিয়নস লিগে ভালো করতে চাই, এটাই আমাদের মূল লক্ষ্য। ইউরোপীয় প্রতিযোগিতায় এই ক্লাব যে সাফল্য চায়, আমরা সেই পর্যায়ে পারফর্ম করতে পারিনি এবং সেটা আমরা জানি।