ডোয়াইন লেভেরকের অবিশ্বাস্য সেই ক্যাচ। ফাইল ছবি
ক্রিকেটে বিস্ময়কর ক্যাচের তালিকা করলে ডোয়াইন লেভেরককে রাখতেই হবে। বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মনে যেমন ২০০৭ বিশ্বকাপ অমলিন, তেমনি ওই বিশ্বকাপেই গ্রুপ পর্বে রবিন উথাপ্পার ক্যাচ নেয়া লেভেরককে ভোলার নয়।
ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে স্লিপে অবিশ্বাস্য এক ক্যাচ নিয়েছিলেন দীর্ঘদেহী লেভেরক। বাংলাদেশ এইচপি দলের হেড কোচ হয়ে আসা ডেভিড হেম্প লেভেরকের সতীর্থ ছিলেন। আজ পরিচিতি পর্বে মনে করলেন সাবেক সতীর্থকে। জানালেন লেভেরক এখন চাকরি করেন। ক্রিকেটের ধারে কাছেও নেই তিনি।
২০০৭ বিশ্বকাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের গ্রুপে ছিল বারমুডা। ওই একবারই বিশ্বকাপ খেলে দেশটি। সব ম্যাচই হেরেছিল তারা। তবে লেভেরকের সেই ক্যাচ বিশেষ হয়েছিল বারমুডা ক্রিকেটের জন্য। সেই লেভেরককে মনে করালেন হেম্প
বাংলাদেশ এইচপি দলের হেড কোচ ডেভিড হেম্প।
ভারতের বিপক্ষে দ্বিতীয় ওভারে মালাচি জোনসের বলে স্লিপে ক্যাচ দেন উথাপ্পা। ২৮০ কেজি ওজনের শরীর নিয়ে বাম দিয়ে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নিয়েছিলেন লেভেরক। ওই ম্যাচে ভারতের বিপক্ষে দলের ১৫৬ রানে হেম্প চার নম্বরে নেমে ১০৫ বলে ৭৬ রানে অপরাজিত ছিলেন।
সেদিনের দুই সতীর্থ এখন ৫২ বছরে। নিজ নিজ অবস্থানের দূরত্বটা বিশাল হলেও খোঁজ খবর ঠিকই রাখেন তারা। ৩২ ম্যাচে ৩৪ উইকেট নেয়া লেভেরকের ব্যাপারে কাল হেম্প বলছিলেন, ‘সে এখন আর ক্রিকেটের সঙ্গে নেই। অবশ্যই খেলে না। কিছুদিন কোচিং করিয়েছিল। এখন আর এসবের মধ্যে নেই। সে এখন তার প্রাত্যহিক সাধারণ চাকরি নিয়েই আছে। ক্রিকেটের সঙ্গে কোন যোগাযোগ নেই, তবে সে ভালো আছে।’