ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে তিক্ততার পর এবছরের শুরুতে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রো লিগের দলটির হয়ে পর্তুগিজ মহাতারকার ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলেও দলীয়ভাবে এ মৌসুমে কোনো সাফল্য পেলেন না। খালি হাতেই মৌসুম শেষ করতে হচ্ছে রোনালদো ও তার দলকে।
শনিবার আল ইত্তিফাকের সাথে ম্যাচটি ১-১ গোলে ড্র করে আল নাসের। এ ম্যাচে দলের হয়ে গোলও পাননি রোনালদো। ড্র করায় শিরোপা জয়ের সমীকরণ আরো কঠিন হয়ে যায় আল নাসেরের জন্য। প্রো লিগের দলটির হয়ে খেলা শুরুর পর থেকে এমন আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাচেই গোল করতে ব্যর্থ হন পর্তুগিজ তারকা।
এদিকে শিরোপা দৌড়ে রোনালদোদের প্রধান প্রতিদ্বন্দী আল ইত্তিহাদ শনিবার ৩-০ গোলের বিশাল জয় পেয়েছে আল ফেইয়ার সাথে। এ জয়ে জেদ্দার দলটি এক ম্যাচ হাতে রেখেই ৫ পয়েন্টে এগিয়ে যায় । আর এতেই শিরোপা নিশ্চিত হয় তাদের।
এর আগে গত জানুয়ারিতে সৌদি সুপার কাপেও সেমিফাইনাল থেকেই বিদায় নেয় আল নাসের। সেখানেও প্রতিপক্ষ আল ইত্তিহাদের কাছে ৩-১ গোলে হারে তারা। এরপর সৌদি কিংস কাপের সেমি-ফাইনালে আল ওয়াহেদার কাছে হেরে যায় ১-০ গোলে।
ইয়রোপিয়ান ক্লাব ফুটবলে সম্ভাব্য সব শিরোপা জেতা রোনালদোকে এ বছর থাকতে হচ্ছে কোনো শিরোপা জয় ছাড়াই। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে বেশ ভালোই করেছেন তিনি। আল নাসেরের জার্সিতে ১৬ ম্যাচ খেলে করেছেন ১৪ গোল। এ মৌসুমে আল ফাতেহ এর সাথে আগামী ১ জুন শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে আল নাসের।