শ্রীলঙ্কার মাটিতে আগামীকাল থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে আফগানিস্তান। লঙ্কানদের বিপক্ষে এই সিরিজের প্রথম দুই ওয়ানডেতে রশিদ খানকে পাচ্ছে না আফগানরা।
সদ্য শেষ হওয়া আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা রশিদের চোট রয়েছে। তাই তাকে ছাড়াই প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করেছে আফগানিস্তান।
বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, পিঠের নিচের অংশে চোট রয়েছে রশিদের। আপাতত পর্যবেক্ষণে থাকা এই লেগিকে তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাওয়ার আশা করছে আফগান বোর্ড। যদিও সে নিয়েও কিছুটা শঙ্কা রয়েই গেছে।
৪ ও ৭ জুলাই যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি শেষ করে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান, খেলবে পূর্ণাঙ্গ সিরিজ। তবে মাঝে ভারতের বিপক্ষেও খেলবে তারা।