• মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
টেকসই বসতি গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান গুতেরেসের – সংগৃহীত বিদেশিরাও এখন বাংলাদেশে চিকিৎসা নিতে আসছে : স্বাস্থ্যমন্ত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতি কিংবা আপিল বিভাগে যেতে পারেন: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বন্ধুর সঙ্গে বড় ধরনের ঝগড়া হয়েছে? সম্পর্ক ঠিক করার টিপস ২ দিন পর সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু অক্টোবরেই সরকারের পতন ঘটাতে চায় বিএনপি জিকো-সহ ৫ ফুটবলারকে নিষিদ্ধ করলো বসুন্ধরা ক্লাব রুশ হ্যাকারদের হামলার কবলে ব্রিটিশ রাজপরিবারের ওয়েবসাইট সাংবাদিক ইলিয়াসকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ করোনা টিকার বিকাশে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন দুই গবেষক

বাংলাদেশি ব্যাটারদের যে সামর্থ্য, ভালো না করার কারণ নেই: পোথাস

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

তিনি দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের সাথে সিরিজে কাজ করেছেন। তবে মিডিয়ার সামনে আসেননি। আজ ১ জুন শেরে বাংলায় প্রথম বাংলাদেশের মিডিয়ার মুখোমুখি হলেন জাতীয় দলের প্রধান সহকারী কোচ নিক পোথাস।

এমন নয় তিনি আগে বাংলাদেশের কোনো বয়সভিত্তিক দলের সঙ্গে কাজ করেছেন। তা করলে একটা ধারণা অন্তত থাকতো। কোনোরকম পূর্ব ধারণা ছাড়া কেন কী কারণে কী ভেবে বাংলাদেশে কাজ করতে আসা?

এ প্রশ্নের জবাবে এ দক্ষিণ আফ্রিকানের ব্যাখ্যা, ‘এটা মোটেও কোনো কঠিন সিদ্ধান্ত ছিল না। গত ১৮ মাস ধরে বাংলাদেশ দৃষ্টিনন্দন পারফরম্যান্স করছে। ছেলেদের সামর্থ্য আছে। গত ছয়, সাত-আট মাস ধরে অসাধারণ খেলছে। এদের সাথে কাজ করা রোমাঞ্চকর।’

কিন্তু কঠিন সত্য হলো, বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দল এখনও সেভাবে দাঁড়াতে পারেনি। সাম্প্রতিক সময়ে ‘এ’ দলেরও বাজে ব্যাটিং দেখা গেছে। তেমন এক দেশের হয়ে কাজ করতে এসে কতটা কী করতে পারবেন?

এমন প্রশ্নে পোথাস প্রথমে রসিকতা করে জবাব দেন। তবে সেই রসবোধসম্পন্ন ব্যাখ্যায় একটি ইঙ্গিত আছে পরিষ্কার। তাহলো, বাংলাদেশের ব্যাটিংয়ে সমস্যা কিছু দেখেছেনই। পোথাসের কথা, ‘যাদু লাগবে যাতে খুব দ্রত ব্যাটিং বদলে ফেলা যায়!’ এটুকু বলেই জানিয়ে দেন-‘মজা করছিলাম।’

তারপর সাজানো গোছানো ব্যাখ্যা। যার সারমর্ম হলো, সবকিছুরই সময় প্রয়োজন। তবে তিনি চিন্তিত নন। চিন্তিত হওয়ার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছেন না এ প্রোটিয়া। তার বোধ উপলব্ধি, ‘বাংলাদেশের ব্যাটারদের সামর্থ্য আছে। তাই আন্তর্জাতিক ক্রিকেটে ভালো না করার কোনো কারণ নেই। একটা নতুন জায়গা মানেই নতুন পরিবেশ। নতুন সংস্কৃতিতে এসেই আমি সবকিছু বদলে ফেলার কথা ভাবতে পারি না।’

ব্যাটিংয়ের বিষয়ে নিক পোথাস এখনই কোনোরকম মন্তব্যে যেতে রাজি নন। তার কথা, ‘আমার আগে তাদেরকে দেখতে হবে।’

তবে তিনি মনে করেন না, কোনো ভয়ডরের কারণ আছে। বাংলাদেশের নতুন প্রধান সহকারী কোচের আশা জাগানিয়া সংলাপ, ‘আমি তাদের যে সামর্থ্য দেখেছি, ভালো না করার কোনো কারণ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে এক দল শীর্ষে থাকা মানে অন্য দলের অবনমন। এই উত্থানপতনের সাথেই চলতে হবে। খেলোয়াড়দের যাচাই করার জন্য আমি সময় নিতে চাই।’

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ