জাভি হার্নান্দেজ ও লিওনেল মেসি। ফাইল ছবি
আর ক’দিন পরই ৩৬ বছর পূর্ণ করবেন লিওনেল মেসি। ফুটবলারদের জন্য এই বয়সকে পড়ন্ত বেলাই বলতে হয়। তবে এ বেলাতেও আর্জেন্টাইন কিংবদন্তিকে আগের মতোই ক্ষুধার্ত দেখেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। যাকে নিজের দলে পেতে প্রবল আগ্রহী তিনি।
ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এ মাসেই। তবে এরই মধ্যে দলটির হয়ে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি। বিদায়ের আনুষ্ঠানিকতাও হয়ে গেছে। মেসির নতুন ঠিকানা কি হয়, সেটি নিয়েই এখন যত আলোচনা।
এখন পর্যন্ত যা চিত্র তাতে মেসির সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে তার শৈশবের ক্লাব বার্সেলোনাই সবচেয়ে এগিয়ে। মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি জানিয়েছেন—মেসি বার্সায় ফিরতে চান। এদিকে সৌদি আরবের ক্লাব আল-হিলালও চায় মেসিকে। সংবাদমাধ্যমে খবর, মেসি নাকি তাদেরকে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।
এই প্রেক্ষাপটে মেসির ভবিষ্যৎ নিয়ে আরও একবার মুখ খুললেন জাভি। স্প্যানিশ আউটলেট স্পোর্তকে বার্সেলোনার সাবেক খেলোয়াড় ও বর্তমান কোচ বলেন, ‘মেসি যদি ফেরে তবে আমরা ফুটবলে যা কিছু অর্জন করতে চাই তা করতে সে আমাদের সাহায্য করতে পারবে। এ নিয়ে আমার মনে কোনো সংশয় নেই এবং আমি আমাদের সভাপতিকে এটা বলেছি।’
মেসিকে প্রশংসায় ভাসিয়ে জাভি বলেন, ‘এখনও সে দৃঢ়প্রতিজ্ঞ ফুটবলার এবং আগের মতোই ক্ষুধার্ত। সে এখনও একজন বিজয়ী, একজন নেতা এবং অন্যদের থেকে আলাদা।’
তবে নতুন ঠিকানা বেছে নেওয়ার ক্ষেত্রে মেসির মনের ইচ্ছেটাকেই বড় করে দেখছেন জাভি, ‘তার মাথায় কি চলছে সেটা আমি জানি না, কিন্তু তার সঙ্গে আমার সম্পর্ক নিয়ে আমি পরিষ্কার। আমরা তার জন্য দুয়ার প্রশস্ত করে রেখেছি। যদি আসতে চায়, এতে আমার কোনো সংশয় নেই যে এমনটা ঘটবে না এবং সে আমাদের সাহায্য করবে না। কিন্তু এটা তার ওপর নির্ভর করছে। এটা ব্যক্তগত পছন্দ।’
গত সপ্তাহে মেসিকে নিয়ে জাভি বলেছিলেনম, এ সপ্তাহেই জানা যাবে মেসির ভবিষ্যৎ। মেসির বাবা জানিয়েছেন, আজ-কালের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।