• মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন

মিনায় যাচ্ছেন হজযাত্রীরা

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৬ জুন, ২০২৩

মুসলমানদের অন্যতম ইবাদত হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তপ্ত আবহাওয়া উপেক্ষা করে মুসল্লিরা মিনার উদ্দেশে রওনা হয়েছেন।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলছে, এবার ১৬০ দেশের ২৫ লাখের বেশি মুসল্লি হজ পালন করবেন। মুসল্লিদের প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হচ্ছে।

মসজিদুল হারাম থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে মিনা। হজযাত্রীরা নিজ নিজ তাঁবুতে নামাজ আদায়সহ অন্যান্য ইবাদত করবেন। কঝজগ
মঙ্গলবার ফজরের নামাজ আদায় করে প্রায় ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন এবং সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করবেন মুসল্লিরা। এরপর প্রায় আট কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে রাতযাপন ও পাথর সংগ্রহ করবেন।
১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে জামারায় গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। পরে মক্কায় ফিরে তাওয়াফ, সায়ি ও মাথা মুণ্ডনের পরই শেষ তবে হজের আনুষ্ঠানিকতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ