বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডেতে হানা দিয়েছিল বৃষ্টি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ইনিংসের ১৫ দশমিক ১ ওভার খেলা হওয়ার পরই নামে বৃষ্টি। ফলে বন্ধ থাকে খেলা। বৃষ্টির পর বিকেল ৪টা ১০ মিনিটে ফের খেলা শুরু হয়েছে।
প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকলেও কাটা হয়নি কোনো ওভার।
বৃষ্টির আগে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। টাইগারদের শুরুটা ভালো হয়নি। ১৫ ওভারের আগেই সাজঘরে ফিরে গেছেন তামিম ইকবাল, লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর মতো ব্যাটাররা।
সপ্তম ওভারে দলীয় ৩০ রানে ফজলহক ফারুকীর শিকার হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক তামিম। ২১ বলে ১৩ রান করতে পেরেছেন দেশসেরা ওপেনার। তামিমের বিদায়ের পর উইকেটে আসেন দারুণ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে লিটন-শান্ত জুটি তোলেন ৩৫ রান।
৩৫ বলে ২৬ রান করা লিটনের বিদায়ের মধ্য দিয়ে ভাঙে এই জুটি। তার উইকেটটি পান মুজিব-উর-রহমান।
দলীয় ৭২ রানে মোহাম্মদ নবীর বলে বিদায় নেন শান্তও। ১৬ বলে ১২ রান এসেছে তার ব্যাট থেকে। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ১৬ ওভারে ৩ উইকেটে ৮৫ রান।
তাওহীদ হৃদয় ৯ ও সাকিব আল হাসান ৪ রানে ব্যাট করছেন।