• বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

হঠাৎ তামিমের সংবাদ সম্মেলন, অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শুরুটা খুব একটা সুখকর হয়নি বাংলাদেশের। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে দিইয়েছে আফগানরা। এই হারের পর হঠাৎ করেই এবার ব্যক্তিগত সংবাদ সম্মেলন ডাকলেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। আজ দুপুর ১২টার দিকে ব্যক্তিগত উদ্যোগে সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম।

ম্যাচের পরদিন আজ বৃহস্পতিবার (৬ জুলাই) বাংলাদেশ দলের কোনো অনুশীলন ছিলো না তাই কোনো ধরণের সংবাদ সম্মেলনও থাকার কথা নয়। তবে চট্টগ্রামে সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকদের তামিম বলেন, আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে কিছু জানাতে চলেছেন তিনি।

সংবাদ সম্মেলনের কথা জানালেও কি বিষয়ে কথা বলবেন সেটি নিয়ে কিছুই জানাননি তামিম। গুঞ্জন রয়েছে ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিতে পারেন এই টাইগার ওপেনার। অধিনায়কত্ব না ছাড়লে আর কিই বা হতে পারে তামিমের হঠাৎ সংবাদ সম্মেলন ডাকার? শুধু অধিনায়কত্ব ছাড়াই নয়, গুঞ্জন উঠেছে ওয়ানডে থেকে অবসর নেওয়ারও।

বিগত অনেকদিন ধরেই চোটে ভুগছেন তামিম। নিয়মিত খেলতেও পারেননি বাংলাদেশের সবশেষ সিরিজগুলোতে। বাইশ গজে তামিমের পক্ষে কথা বলেনি তার ব্যাটও। এর ভেতরেই কোমরের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি কোমরের চোটের কারণে। শঙ্কা ছিলো ওয়ানডে সিরিজে মাঠে নামা নিয়েও।

তবে প্রথম ওয়ানডের আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছিলেন, শতভাগ ফিট না হলেও আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন তিনি। তামিমের এই কথাতেই চটেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। খুশি ছিলেন না টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।

এদিকে, প্রথম ওয়ানডেতে মাঠে নেমে কথা বলেনি তামিমের ব্যাট। ২১ বলে মাত্র ১৩ রান করেই ফিরে জ্ঞেছেন সাজঘরে। আফগান পেসার ফজল হক ফারুকির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তামিম। আর আফগানিস্তানের সঙ্গে শেষ চারবারের দেখাতেই এই ফারুকির বলেই নিজের উইকেট দিয়েছে তামিম। তামিমের ব্যর্থতার দিনে হেরেছে দলও।

এরপরই আজ হঠাৎ সংবাদ সম্মেলন ডেকে চট্টগ্রামের বাতাস বেশ ভারীই করে তুলেছেন চট্টলার ঘরের চেলে তামিম ইকবাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ