হাফসেঞ্চরি করলে তা টেনে সেঞ্চুরিতে নেয়া রহমানুল্লাহ গুরবাজের অভ্যাস বলা যায়। ক্যারিয়ারে মোট ৬ বার ওয়ানডেতে ফিফটি পেরুনো ইনিংস খেলে এর চারটিকেই সেঞ্চুরিতে রূপান্তর করেছেন। চতুর্থটি হল আজ বাংলাদেশের বিপক্ষে। আত্মমনাত্মক ব্যাটিংয়ের উদাহরণ হয়ে ১০০ বলে ১০০ রান করে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূরন করেছেন গুরবাজ।
গুরবাজ ওয়ানডে ক্যারিয়ার শুরু করেছিলেন সেঞ্চুরি দিয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে ১২৭ বলে ১২৭ রানে। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ১২৭ বলে ১০৩ এবং সবশেষ সেঞ্চুরিটি বাংলাদেশের বিপক্ষে গত বাংলাদেশ সফরে। সেবার ১১০ বলে ১০৬ রানে অপরাজিত থেকে দলকে জেতার। ওই ইনিংসে ৯৬ স্ট্রাইকরেটে ব্যাট করেছিলেন গুরবাজ। এবার একশ (১০০) স্ট্রাইকরেটে ব্যাট করলেন। আফগানিস্তানের আক্রমনাত্মক ব্যাটিংয়ের উদাহরণ হয়ে থাকা গুরবাজ সবসময়ই এমন ব্যাটিং উপহার দেন। এই বিশেষণ তাকে আইপিএলে ডাক এনে দেয়। এবার কলকাতা নাইট রাইডার্সের হয়েও ভাল কিছু ইনিংস খেলেছেন এই ব্যাটার।
দারুণ আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করছেন তিনি। সেঞ্চুরি পর্যন্ত আফগানিস্তান ইনিংসে মোট ৬টি ছক্কা হয়েছে। সবগুলোই মেরেছেন গুরবাজ।