আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবল তারকা এমিলিয়ানো মার্টিনেজ সম্প্রতি ঢাকা থেকে ঘুরে গেছেন। ঢাকায় মার্টিনেজের সফর ছিল ১১ ঘণ্টার। এই সফরে সাধারণ দর্শকদের জন্য কোনো ইভেন্ট ছিল না মার্টিনেজের। মার্টিনেজের সঙ্গে দেখা হওযার সুযোগ হয়নি বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ফুটবল প্রেমীরা।
এ খবরটি শুনেছেন মার্টিনেজও, তবে সেটি কলকাতায় পৌঁছানোর পর। ঢাকা ও কলকাতা শহরে তাকে আনার উদ্যোক্তা শতদ্রু দত্তর কাছ থেকেই খবরটি পেয়েছেন মর্টিনেজ। কিন্তু চাইলেও তো আর তখন জামালের সঙ্গে মার্টিনেজের দেখা করার সুযোগ নেই। তবে দেখা না হওয়ার আক্ষেপ না ঘুঁচলেও জামাল ভূঁইয়ার জন্য নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি রেখে গেছেন আর্জেন্টাইন গোলরক্ষক। শুধু অটোগ্রাফ নয়, তাতে জামালের জন্য শুভেচ্ছাবাণীও আছে। জার্সিতে মার্টিনেজ লিখেছেন, ‘চিয়ার্স, জামাল।’
তবে মার্টিনেজের দেওয়া জার্সি এখনো হাতে পাননি জামাল।
জামাল গণমাধ্যমকে জানিয়েছেন, আমি লিগের খেলায় ছিলাম। আমাদের ম্যাচ ছিল। জার্সির কথা জানি না। কোনো জার্সি হাতে পাইনি।
জানা গেছে, সেই জার্সিটি এখন শতদ্রু দত্তর কাছে। শতদ্রু দত্ত নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। তিনিই জার্সিটি জামালের কাছে পৌঁছে দেবেন।