একদফা দাবির নামে নতুন ষড়যন্ত্রে মেতেছে বিএনপি এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, নির্বাচনে অংশ না নিলে তাদের কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।
মঙ্গলবার (১১ জুলিই) টিসিবি ভবনে ঢাকা উত্তর আওয়ামী লীগের এক সভায় আসাদুজ্জামান খান কামাল বলেন, আওয়ামী লীগ জনগণের মেনডেট নিয়ে সরকার পরিচালনা করছে, বিদেশি শক্তির উপর ভর করে নয়।
আওয়ামী লীগের নেতাকর্মীরা এক থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের আরো তৎপর হওয়ার আহবান জানান আসাদুজ্জামান খান কামাল।