মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দারুণ বোলিং করলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। সুলতানা খাতুন, ফাহিমা খাতুনদের আগুনে বোলিংয়ের মুখে টস জিতে ব্যাট করতে নেমে ভারত আটকে গেছে মাত্র ৯৫ রানে।
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে ভারত। বাংলাদেশের বোলিং মোকাবেলা করতে নেমে বিশ ম্রিয়মান মনে হয়েছে হারমানপ্রিত কউর এবং স্মৃতি মন্দানাদের। যে কারণে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯৫ রান সংগ্রহ করেছে তারা।
প্রথম ম্যাচে সফরকারী ভারতীয় নারী ক্রিকেট দলের কাছে বড় ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১১৪ রান করেছিলো বাংলাদেশ। জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে, ২২ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
দ্বিতীয় ম্যাচে এসে ঠিক উল্টো অবস্থা ভারতের। বরং, বাংলাদেশের চেযেও বেশ বাজে অবস্থা।
টস জিতে ব্যাট করতে নামার পর সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার শেফালি বার্মা। ১৪ রান করেন আমানজত কউর। ১৩ রান করেন স্মৃতি মন্দানা। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন নেন ৩ উইকেট। ফাহিমা খাতুন নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন মারুফা আক্তার, নাহিদা আক্তার এবং রাবেয়া খান।