• সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন

রোহিঙ্গাদের ত্রাণ নিয়ে আ’লীগ রাজনীতি করছে: বিএনপি

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

মিয়ানমারে সেনাবাহিনীর হাতে বর্বর নির্যাতন ও গণহত্যার মুখে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ত্রাণ নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করছে বলে অভিযোগ তুলেছে বিএনপি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ তোলেন।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক সংস্থা, দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ত্রাণ দখলে নিয়ে সরকার লোক দেখানো ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। রোহিঙ্গা ইস্যুতে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন উঠছে।’

মির্জা ফখরুল বলেন, ‘মিয়ানমারে নির্দয় শাসকগোষ্ঠী গণহত্যা, খুন, ধর্ষণের মতো অমানবিক নিপীড়ন চালিয়ে প্রায় সাড়ে চার লাখ নিরীহ রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে এখন সবচেয়ে বড় দরকার জাতীয় ঐক্য। কিন্তু আওয়ামী লীগ ও সরকার বিএনপির জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেয়নি। রাষ্ট্রের সব শক্তিকে নিয়ে জাতীয় ঐক্য ছাড়া রোহিঙ্গা পরিস্থিতি সামাল দেয়া সম্ভব নয়।’

যেখানে সারা দেশে দল ও মানুষের ঐক্য জরুরি হয়ে পড়েছে, সেখানে সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নানা কথা বলে অহেতুক বিতর্ক সৃষ্টি করছেন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরওয়ার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, কেন্দ্রীয় নেতা শরিফুল আলম, শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ