পিরোজপুরের ভান্ডারিয়ায় শাহ আলম হাওলাদার (৪৪) নামে এক ব্যক্তির বিরুদ্ধে শিশু (৯) ধর্ষণের অভিযোগ উঠেছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) উপজেলার বোথলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় ভুক্তভোগীর নানি বাদি হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা করেন। মামলার পর শাহ আলম হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি একই গ্রামের মৃত কাছেম আলী হাওলাদারের ছেলে।
ভুক্তভোগী শিশুর নানি বলেন, আমার মেয়ে ও জামাই ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। আমার নাতনি এখানে থেকেই পড়ালেখা করে। সোমবার দুপুরে আমি গোসলে গেলে ফাঁকা ঘরে শিশুটিকে একা পেয়ে একই বাড়ির শাহ আলম হাওলাদার গামছা দিয়ে মুখ বেধে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে আমি ঘটনাটি জানতে পেরে সোমবার সন্ধ্যায় এলাকাবাসীর সহায়তায় শাহ আলম হাওলাদারকে আটক করে পুলিশে খবর দেই।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিকুজ্জামান জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। পুলিশ ওই মামলায় শাহ আলম হাওলাদারকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। মঙ্গলবার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।